সম্মেলনে যোগ দিতে কাজাকিস্তান ও উগান্ডায় যাচ্ছেন স্পিকার-হুইপ
২১ সেপ্টেম্বর ২০১৯ ২১:৪০
ঢাকা: কাজাকিস্তানের আস্তানায় অনুষ্ঠেয় ‘চতুর্থ মিটিং ওফ স্পিকার্স অফ দ্যা ইউরোসিয়ান কান্ট্রিস পার্লামেন্ট’ এবং ‘৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স’-এ যোগ দিতে দেশের বাইরে যাচ্ছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম। রোববার (২২ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে ঢাকা ত্যাগ করবেন তারা।
আগামী ২৩ থেকে ২৪ সেপ্টেম্বর কাজাকিস্তানের আস্তানায় স্পিকারদের এই সম্মেলন (The 4th Meeting of Speakers of the Eurasian Countries Parliament) হবে। এছাড়া আগামী ২৯ সেপ্টেম্বর উগান্ডার রাজধানী কাম্পালায় ‘৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স’ অনুষ্ঠিত হবে।
এই সফরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নেতৃত্বে হুইপ ইকবালুর রহিম ছাড়াও আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, মো. আবু জাহির, বেগম সাগুফতা ইয়াসমিন, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছারের সমম্বয়ে সংসদীয় প্রতিনিধি দলটি গঠন করা হয়েছে।
কনফারেন্স শেষে সংসদীয় প্রতিনিধি দলটি আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকায় ফিরে আসবে।