Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনেক বাড়িতে কাজের লোকও গাড়ি ব্যবহার করে: সাঈদ খোকন


২২ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫৭

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, এ শহরে এমন অনেক পরিবার আছে যাদের সদস্য সংখ্যা তিন, কিন্তু গাড়ি আছে ৫টি। এমনকি বাসার কাজের লোকও গাড়ি ব্যবহার করে। এই যে ব্যক্তিগত গাড়ির অপব্যবহার। এটাকে রোধ করতে হবে। ব্যক্তিগত গাড়ি যতটুক প্রয়োজন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখতে কাজ করতে হবে।

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রোববার (২২ সেপ্টেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউতে এসব কথা বলেন সাঈদ খোকন। অপ্রয়োজনীয় ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণে কাজ করতে এসময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

ডিএসসিসির মেয়র বলেন, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ফুটপাত দখলমুক্ত করতে চেষ্টা করছি। এ ব্যাপারে বিআরটিএ যদি নতুন গাড়ির রেজিস্ট্রেশন দেওয়ার ক্ষেত্রে কঠোর হয়, যার একটি গাড়ি আছে সে যাতে দু’টি বা তিনটি গাড়ি না রাখতে পারে সেদিকে দৃষ্টি দেন, তাহলে অনেক উপকারে আসবে। এতে করে অপ্রয়োজনে ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রিত হবে।

নাগরিকদের উদ্দেশে মেয়র বলেন, যারা একটা অ্যাপার্টমেন্টে থাকেন তারা কিন্তু চাইলেই ১০ জন মিলে একটা গাড়ি শেয়ার করে বাচ্চাদের স্কুলে পাঠাতে পারেন। এতে অর্থেরও সাশ্রয় হবে আবার যানজটও হ্রাস পাবে। তবে আমি বিআরটিএর প্রতি আহ্বান জানাচ্ছি- ব্যক্তিগত গাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করুন। প্রয়োজনে নতুন রুলস রেগুলেশন করে ব্যক্তিগত গাড়ির রেজিস্ট্রেশনের বিষয়টি দেখতে পারেন।

সাইকেলে ও হেঁটে চলার পথ নিরাপদ করি- এই শ্লোগানে এবার ৫৯টি সরকারি ও বেসরকারি সংস্থার সম্মিলিত উদ্যোগে দিবসটি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৮ থেকে দুপুর ২ টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউএ’র এক পাশের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রাখা হয়। এসময় ওই বন্ধ থাকা সড়কে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলা ও সাইকেল চালানোর মধ্যে দিয়ে উপভোগ করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডিটিসিএ নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস প্রমুখ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস মেয়র মোহাম্মদ সাঈদ খোকন

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর