রাজশাহীতে পুকুর থেকে কুমির উদ্ধার
২২ সেপ্টেম্বর ২০১৯ ২০:২৭
রাজশাহী: রাজশাহীর চারঘাটে একটি পুকুর থেকে কুমির উদ্ধার করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) উপজেলার মিয়াপুর এলাকায় নদীতে থাকা কুমির পুকুরে চলে আসার খবরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ কুমির দেখতে ভিড় জমায়।
পরে বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদফতর ও চারঘাট ফায়ার সার্ভিসের পৃথক দু’টি দল সকাল থেকে চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে কুমিরটি উদ্ধার করে।
বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদফতর রাজশাহী অঞ্চলের পরিদর্শক জাহাঙ্গীর কবীর জানান, উদ্ধার হওয়া কুমিরটি মিঠাপানির। তার পদ্মা নদীতে থাকার কথা। কিন্তু পথভ্রষ্ট হয়ে পদ্মা নদীর সঙ্গে সংযুক্ত ক্যানেল দিয়ে ডাঙ্গায় চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে। আর রাতের আঁধারে এসে ক্যানেল থেকে পুকুরের পানিতে নেমে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক বলেন, ‘কুমির পুকুরে চলে আসার খবর শুনে তাৎক্ষণিক বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদফতরে সংবাদ দিয়ে তাদের চেষ্টায় অক্ষত অবস্থায় কুমিরটি উদ্ধার করা হয়েছে। কুমিরটি বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদফতরের হেফাজতে রাখা হয়েছে।’