Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ কোরিয়ার ফিল্ম ফেস্টিভ্যালে ‘হাসিনা: এ ডটার’স টেল’


২৩ সেপ্টেম্বর ২০১৯ ০২:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ১১তম ডিএমজেড আন্তর্জাতিক ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালে শনিবার (২১ সেপ্টেম্বর) ‘হাসিনা: এ ডটার’স টেল’ ডকুড্রামার প্রথম প্রদর্শনী হয়েছে এবং দ্বিতীয়বার প্রদর্শিত হবে সোমবার (২৩ সেপ্টেম্বর)।

এদিকে রোববার (২২ সেপ্টেম্বর) দূতাবাসের উদ্যোগে সিউলে বসবাসরত কূটনীতিকদের জন্য এ ডকুড্রামাটি প্রদর্শিত হয়। রোববার তথ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৭২ মিনিট দৈর্ঘ্যের এ ডকুড্রামাটিতে ১৯৭৫ সালে জাতির পিতার নৃশংস হত্যাকাণ্ড পরবর্তী প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবন ও আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে।

বিজ্ঞাপন

প্রদর্শনী শুরুর আগে এক বক্তব্যে ডকুড্রামা নির্মাণ প্রযোজনার সাথে সম্পৃক্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু হারিয়ে জনগণের ভালোবাসা অর্জন করেছেন। বাংলাদেশের জনগণের ভালোবাসাই তাঁকে নেতৃত্বে নিয়ে এসেছে। তাঁর আত্মত্যাগ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় এবং তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।’

এ সময় অন্যান্যের মাঝে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১১তম ডিএমজেড আন্তর্জাতিক ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল গত ২০ সেপ্টেম্বর শুরু হয়েছে। চলবে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।

‘হাসিনা: এ ডটার’স টেল’ টপ নিউজ দক্ষিণ কোরিয়া প্রদর্শন ফিল্ম ফেস্টিভ্যাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর