Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন


২৩ সেপ্টেম্বর ২০১৯ ০৫:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ: সুনামগঞ্জে ফেরদৌস নামের এক মুদি দোকানদারকে হত্যার দায়ে সানি মিয়া নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগেরও আদেশ দেওয়া হয়েছে।

রোববার (২২ সেপ্টম্বর) দুপুর পৌনে ১২ টার দিকে এ রায় ঘোষণা করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত সানি মিয়া জেলার জগন্নাথপুর উপজেলার ঘোষগাঁও গ্রামের মৃত আব্দাল মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৪ জুন রাত আনুমানিক সাড়ে আটটার দিকে জগন্নাথপুরের কোনাপাড়ায় ফেরদৌসকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সানি। এ সময় ফেরদৌসের বড় ভাই রাজন ঘাতক সানিকে ধরতে গেলে ধারালো অস্ত্র দিয়ে তাকেও আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ফেরদৌস ও রাজনকে বাড়িতে নিয়ে এলে ফেরদৌস মারা যায় এবং রাজনকে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ফেরদৌস ও রাজনের বড় ভাই শাহীন বাদি হয়ে ১৫ জুন জগন্নাথপুর থানায় সানি মিয়া, সাজ্জাদ মিয়া, আনোয়ার মিয়া, মো. নূর আলম, আজম মিয়া ও রবির বিরুদ্ধো হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ শুধুমাত্র সানির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়।

বিজ্ঞাপন

দীর্ঘ শুনানি শেষে আদালত সানি মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন।

কারাদণ্ড যাবজ্জীবন সুনামগঞ্জ হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর