Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌবাহিনী প্রধানের সঙ্গে সফররত ভারতীয় নৌপ্রধানের সাক্ষাৎ


২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৪:২৫

ঢাকা: নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল কর্মবীর সিং। রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার বনানীর নৌসদর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে, ভারতীয় নৌপ্রধান নৌসদরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন তাকে স্বাগত জানান। এসময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান ভারতীয় নৌপ্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ সফরের জন্য অ্যাডমিরাল কর্মবীর সিংকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তিনি বন্ধুপ্রতীম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

দুই দেশের নৌপ্রধান আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা জোড়দারকরণের লক্ষ্যে পারষ্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন, সমুদ্র নিরাপত্তার ঝুঁকি মোকাবিলা ও সমুদ্র বাণিজ্য রক্ষায় বহুপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রকে আরও সুদৃঢ় করার উপরে জোর দেন। এছাড়া, তারা পেশাগত দক্ষতা উন্নয়নে দুই দেশের নৌসদস্যদের পারষ্পরিক বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের ডিফেন্স এ্যাটাশে, ভারতে নিযুক্ত বাংলাদেশের ডিফেন্স এ্যাটাশে, নৌ সদরের পিএসওগণ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে ভারতীয় নৌপ্রধানকে বাংলাদেশ নৌবাহিনীর অপারেশনাল কর্মকাণ্ড নিয়ে ব্রিফিং করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতীয় নৌবাহিনী প্রধান গত শনিবার ঢাকায় আসেন। সফর শেষে আগামী ২৪ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন।

নৌবাহিনী প্রধান ভারতীয় নৌবাহিনী প্রধান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর