Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে সবজি ব্যবসায়ী খুন, তৃতীয় স্ত্রী গ্রেফতার


২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া বগুড়া পাড়া গ্রামের শরিফুল ইসলাম নামে এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন। খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই ব্যবসায়ীর তৃতীয় স্ত্রী মালেকা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, প্রথম স্ত্রী শরিফা মারা যাওয়ার পর একই এলাকার ঝর্ণা নামে একজনকে বিয়ে করে নিহত শরিফুল। ঝর্ণাকে বিয়ের ৬ বছর পর মালেকা বেগম নামে আরেকজনকে বিয়ে করে সে। তবে মালেকার সঙ্গে তার বনিবনা ছিল না। গতকাল রাতে মালেকার ভাড়া বাড়িতে শরিফুল গেলে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে স্ত্রী মালেকা তার স্বামী শরিফুলকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শরিফুল।

বিজ্ঞাপন

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

খুন সবজি ব্যবসায়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর