সেপটিক ট্যাংক খুলতে গিয়ে ২ জনের মৃত্যু
২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩২
জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে নতুন একটি সেপটিক ট্যাংকের মুখ খুলতে নেমে দুই জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সালাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— পাঁচবিবি উপজেলার সালাইপুর গ্রামের আমজাদ আলীর ছেলে মোহাম্মদ আলী ও বাঁশখুর গ্রামের নজরুল ইসলামের ছেলে নঈম ইসলাম। আহতদের মধ্যে জাকারিয়া সালাইপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, উপজেলার সালাইপুর গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে নতুন একটি পাকা টয়লেট নির্মাণ করা হয়। কয়েক দিন আগে ওই টয়লেটের সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই দেওয়া হয়। ওই ঢালাইয়ের সার্টার খুলতে গিয়েই এ দুর্ঘটনা ঘটে। আহত দু’জনকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।