ফু-ওয়াং ক্লাবে পুলিশের অভিযান
২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩৮
ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে ফু-ওয়াং ক্লাবে অভিযান চালাচ্ছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় তেজগাঁও বিভাগ পুলিশের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
তেজগাঁও জোন পুলিশের উপকমিশনার আনিসুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘অভিযোগ রয়েছে ফু-ওয়াং ক্লাবে জুয়ার আসর বসে। এই অভিযোগ পেয়ে আমরা অভিযান চালাচ্ছি।’
তেজগাঁও বিভাগ পুলিশ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান চলছে।
এর আগে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রাজধানীর বিভিন্ন ক্যাসিনোয় অভিযান চালায়। র্যাবের অভিযানে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন। তবে র্যাবের পাশাপাশি রোববার (২২ সেপ্টেম্বর) থেকে পুলিশও অভিযান শুরু করে।
গতকাল দিলকুশা স্পোর্টিং ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ ও ভিক্টোরিয়া ক্লাবে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ। এ সব ক্লাবেও জুয়ার আলামতও মেলে।