বাংলাদেশে উন্নত বীজ সম্প্রসারণ করতে চায় চীন
২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৫৭
ঢাকা: ‘টি-আমন’ নামের ধানের জাত ও উন্নত মানের সবজির বীজ বাংলাদেশে সম্প্রসারণ করতে চায় চীন। এক্ষত্রে সরকার তথা বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সহায়তা চায় দেশটি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে চীনা বীজ প্রতিষ্ঠান হাইটেক সিড লিমিটেডের চেয়ারম্যান জিয়াং সানকুইও এর নের্তৃত্বে প্রতিনিধিদল বৈঠক করে। ওই বৈঠকে প্রতিষ্ঠানটির পক্ষে এ আগ্রহ প্রকাশ করা হয়।
হাইটেক সিড এর চেয়ারম্যান জিয়াং সানকুইও জানান, হাইটেক সিড চীনের সর্ববৃহৎ বীজ রফতানিকারক প্রতিষ্ঠান। আমাদের ‘টি-আমন’ ও সবজির উন্নত জাতের বীজ রয়েছে। বাংলাদেশে বীজের সম্প্রসারণের জন্য সহায়তা চান তারা। এসময় টি-আমনের নতুন সুগন্ধি জাতের ধানের চারা মন্ত্রীকে দেখান তারা। পাশাপাশি বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াজাত কারখানা স্থাপনের পরিকল্পার কথা জানান জিয়াং।
মন্ত্রী এসময় তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশে তাদের প্রতিষ্ঠান স্থাপনের জন্য জমি কেনার পরামর্শ দেন এবং তাদের উন্নত জাতের বীজ সম্পসারণের জন্য বিএডিসি’কে প্রয়োজনীয় নির্দেশনা এবং সরকার তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবেন বলে জানান।
প্রতিনিধি দলে আরও ছিলেন- হাইটেক সিড লিমিটেডের ভাইস চেয়ারম্যান চু লিংফ্যাং, ব্যবস্থাপনা পরিচালক ড. এস বি নাসিম, প্রতিষ্ঠানের উপদেষ্টা ড. এম এ বারী।