Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিস্তিনে ঐতিহাসিক সফরে নরেন্দ্র মোদি


১০ ফেব্রুয়ারি ২০১৮ ২০:২৭

আন্তর্জাতিক ডেস্ক

ঐতিহাসিক সফরে শনিবার ফিলিস্তিনে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী ফিলিস্তিনে সফর করলেন।

নরেন্দ্র মোদি সেখানে পৌঁছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকও করেছেন তিনি।

তিনি সাংবাদিকদের বলেছেন, ভারত ও ফিলিস্তিনের সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ফিলিস্তিনি মানুষের জন্য ভারতে যে কাজ করবে সে অশ্বাস আমি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে দিয়েছি।

এ ছাড়াও দুই দেশের মধ্যে ছাত্র বিনিময়ের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১০০ করা হবে বলেও জানান নরেন্দ্র মোদি।

মোদির ফিলিস্তিন সফর উপলক্ষ্যে মাহমুদ আব্বাস জানিয়েছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের শান্তি প্রক্রিয়ায় ভারতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ বিশ্বাস তার আছে।

রামাল্লায় পৌঁছানোর পর ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করেন নরেন্দ্র মোদি।

 

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর