Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সায়দাবাদে বাসচাপায় চালকের মৃত্যু


২৪ সেপ্টেম্বর ২০১৯ ০১:১৮

ঢাকা: রাজধানীর সায়দাবাদে বাসচাপায় অপর এক বাসের চালক মারা গেছে। নিহত বাস চালকের নাম জাহাঙ্গীর আলম (২৬)।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে সায়দাবাদ বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর চাঁদপুর জেলার কচুয়া উপজেলার হেলাল উদ্দিনের ছেলে। সে সুরমা সুপার নামের একটি বাসের চালক ছিল।

সুরমা সুপার পরিবহনের সুপারভাইজার মনির হোসেন জানান, সায়দাবাদ বাসস্ট্যান্ডে বাস থামিয়ে সেটির পাশে দাঁড়িয়েছিল জাহাঙ্গীর। তখন ওই বাসেরই হেলপার বাসটি ঘুরাচ্ছিল। এ সময় পাশে রাখা আরেকটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হয় জাহাঙ্গীর। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ এএসআই আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

চালকের মৃত্যু বাসচাপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর