Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরের ফুলবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৭:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বৃষ্টির পানির ফলে সৃষ্টি ডোবায় ডুবে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিবনগর ইউনিয়ন অফিসের সামনের রাস্তার পাশের ডোবায় এ ঘটনা ঘটে।

শিশু দুটি হচ্ছে, শিবনগর গ্রামের শিপনের সাড়ে চার বছরের ছেলে প্লাবন ও একই গ্রামের রায়হানের সাড়ে তিন বছরের ছেলে রাফিন।

মঙ্গলবার সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন ডোবায় শিশু দুটিকে ভাসতে দেখেন। এরপর শিশু দুটিকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় কুমার গুপ্ত তাদের মৃত ঘোষণা করেন।

শিশু দুটি খেলা করার সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম। শিশু দুটির এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

ডুবে শিশু মৃত্যু দিনাজপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর