Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জের দিরাইয়ে ট্রলারডুবি: মৃত ৪ শিশু, নিখোঁজ ৬


২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৪২

সুনামগঞ্জ: জেলার দিরাইয়ে আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনায় কাইল্যাকুটা (কালিয়াকুটা)বিল থেকে চার শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনো নারী, শিশু, পুরুষসহ ছয়জন নিখোঁজ আছে বলে জানিয়েছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কুটি মিয়া জানান, উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে হাবলু মিয়ার পরিবারের লোকজন পার্শ্ববর্তী চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামের ফিরোজ মিয়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে একটি ট্রলারে করে রওয়ানা দেয়। ট্রলারে নারী, পুরুষ ও শিশুসহ ৩১ জন যাত্রী ছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে মাছিমপুর গ্রাম থেকে প্রায় তিন কিলো মিটার দূরে কাইল্যাকুটা (কালিয়াকুটা) বিলে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারে থাকা ২০ জন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও বাকিরা পারেননি।

তিনি আরও জানান, রাত সাড়ে আটটার দিকে স্থানীয় ডুবুরি দল ও এলাকার লোকজন ছোট ছোট নৌকা নিয়ে বিলে তল্লাশি চালিয়ে চার শিশুর মৃতদেহ উদ্ধার করে। এই চার শিশুর মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো–উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের বাবুলের ছেলে শামীম (২), বদরুল মিয়ার ছেলে আবির (৩), নোয়ারচর গ্রামের আবজল মিয়ার ছেলে ও অন্যজন পেরুয়া গ্রামের ফিরুজের ছেলে।

বৈরী আবহাওয়ার কারণে রাত দশটায় স্থানীয় ডুবুরি দল এবং এলাকাবাসী উদ্ধার অভিযান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন বলেও জানান এই ইউনিয়ন পরিষদ সদস্য।

বিজ্ঞাপন

এ দিকে এই ঘটনায় সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, উদ্ধারকাজে সহযোগিতা করতে সিলেট থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল রাত ৮টার দিকে রওয়ানা হলেও বৈরী আবহাওয়ার কারণে রাত ১২টার দিকেও তারা দিরাই নৌ দুর্ঘটনাস্থলে পৌছতে পারেনি।

ট্রলারডুবি দিরাই সুনামগঞ্জ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর