Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পলাশবাড়ীতে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার


২৫ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাত পরিচয় (২২) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পলাশবাড়ী পৌর এলাকার রাঙ্গামাটি গ্রামের একটি হলুদ ক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, দুপুরে রাঙ্গামাটি গ্রামে বাঁশ ঝাড় সংলগ্ন হলুদের একটি ক্ষেতে অজ্ঞাত ওই যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহটির গলায় ধারালো আঘাতের চিহ্ন ও লিঙ্গ কাটা ছিল। ওই যুবকের পরনে ছিল জিন্সের নীল প্যান্ট, হলুদ গেঞ্জি ও সাদা শার্ট।

বিজ্ঞাপন

নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।

অজ্ঞাত মৃতদেহ উদ্ধার পলাশবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর