রাজধানীর সৈনিক ক্লাবের সামনের রাস্তায় বাস চাপায় নিহত ১
২৫ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৭ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫৪
ঢাকা: রাজধানীর বনানী সৈনিক ক্লাবের সামনের রাস্তায় বাস চাপায় ইসমাঈল হোসেন (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টায় এ ঘটনা ঘটে।
মৃত ইসমাঈলের ছোট ভাই মো. ইসহাক আলী জানান, ‘রাতে সৈনিক ক্লাবের সামনে থেকে মিরপুরে যাওয়ার উদ্দেশ্যে ট্রাস্ট পরিবহনে উঠার সময় পড়ে গিয়ে চাকায় পৃষ্ঠ হোন ইসমাঈল। পরে মুমুর্ষ অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।’
ইসহাক আলী আরও জানায়, তাদের বাড়ি সাতক্ষিরা জেলার দেবহাট্টা উপজেলায়। ইসমাঈল কারারক্ষীর চাকরী করতেন। তিনি বর্তমানে অবসরে ছিলেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সড়ক দুর্ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাস্ট পরিবহনের বাসটিকে জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। তাকে ধরার চেষ্টা চলছে।’