কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল
২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪৭
ঢাকা: কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দৈনিকটির নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল। প্রায় আট বছর ধরে নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
মোস্তফা কামাল ২০০৯ সালের মে মাসে সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে কালের কণ্ঠে কাজ শুরু করেন। ২০১০ সালের জানুয়ারি মাসে তিনি উপ-সম্পাদক হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি প্রথম আলোতে বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করেন। ১৯৯৮ সালে প্রথম আলোর জন্মলগ্নে মোস্তফা কামাল কূটনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ শুরু করেন। ২০০৯ সালের মে মাস পর্যন্ত তিনি সেই দায়িত্ব পালন করেন।
সাহিত্যিক হিসেবেও মোস্তফা কামালের খ্যাতি রয়েছে। ‘অগ্নিকন্যা’, ‘অগ্নিপুরুষ’, ‘অগ্নিমানুষ’, ‘জননী’, ‘জনক জননীর গল্প’, ‘পারমিতাকে শুধু বাঁচাতে চেয়েছি’, ‘জিনাত সুন্দরী ও মন্ত্রীকাহিনী’, ‘হ্যালো কর্নেল’র মতো সারা জাগানো প্রায় ১০৫টি বই রয়েছে তার।