Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলিস্তান-মতিঝিলে ডিএসসিসির অভিযান, শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ


২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০৭

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণে অভিযান পরিচালনা করেছে ডিএসসিসি কর্তৃপক্ষ। অভিযানে শতাধিক অস্থায়ী দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত মতিঝিল ও গুলিস্তান এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিন, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান সারাবাংলাকে বলেন, নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে আজ ফনিক্স রোডের ওসমানী উদ্যানের দক্ষিণ পাশে গোলাপশাহ মাজার থেকে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তার উভয় পাশের ফুটপাতে বসে ব্যবসা করা ভাতের হোটেল, ফলের দোকান ও জুতার দোকানসহ ৫৫টি দোকান উচ্ছেদ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘মতিঝিলের ইসলাম টাওয়ারের পশ্চিম ও দক্ষিণ পাশের রাস্তা ও ফুটপাতে ওপর অবৈধভাবে স্থাপিত অস্থায়ী দোকান, কাপড়, জুতা, ফলের জুস, ভাতের হোটেল ও মসসাসহ বিভিন্ন জিনিসের প্রায় ৬০টি দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অবৈধ স্থাপনার বিরুদ্ধে চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি‌।

সারাবাংলা/এসএইচ/এমআই

গুলিস্তান ফুটপাত মতিঝিল হকার

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর