Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার ডিভিশন সুবিধা চেয়ে আবেদন


১১ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৪০

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট ‍দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডিভিশন সুবিধা চেয়ে আদালতে আবেদন করেছেন আইনজীবীরা। খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য জাকির হোসেন ভূঁইয়া আবেদনের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান এর আদালতে রোববার সকালে এই আবেদন করা হয়। সকাল ১১টায় আবেদনের শুনানি হতে পারে বলে ওই আইনজীবী জানান।

জাকির হোসেন বলেন, কারাবিধি অনুযায়ী খালেদা জিয়া ডিভিশন সুবিধা পাওয়ার যোগ্য। অথচ তাকে গত তিনদিন ধরে সাধারণ কয়েদির মতো রাখা হয়েছে।  যা আইনের পরিপন্থী। আমরা এই গ্রাউন্ড রেখে আদালতে আবেদন করেছি। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেবেন আইনজীবী আমিনুল ইসলাম।

এদিকে আইনজীবীদের একটি প্রতিনিধিদল বেগম খালেদা জিয়ার ডিভিশন আবেদন নিয়ে কারা অধিদপ্তরে গেছেন। আইনজীবী এহসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন বকশীবাজারের বিশেষ জজ আদালত। এছাড়া রায়ে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ অন্য চারজন আসামিকে ১০ বছরের কারাদণ্ড এবং প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানা করা হয়েছে।

‘নির্জন কারাবাসে’ সাধারণ কয়েদির জীবন খালেদার

সারাবাংলা/এজেডকে/টিএম/এআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর