‘শেখ কামাল ফুটবল টুর্নামেন্টে ৬ দলের অংশগ্রহণ নিশ্চিত’
২৫ সেপ্টেম্বর ২০১৯ ২২:০৪
চট্টগ্রাম ব্যুরো: ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া শেখ কামাল আর্ন্তজাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে সাতটি দল অংশ নিচ্ছে। এর মধ্যে তিনটি বাংলাদেশি ও তিনটি দল কোলকাতার। এছাড়া আরও একটি দলের অংশ নেওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী তরফদার রুহুল আমিন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় টুর্নামেন্টের ভেন্যু এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শনের পর সাংবাদিকদের এসব তথ্য দিয়েছেন তরফদার রুহুল আমিন।
চট্টগ্রাম আবাহনীর সহ-সভাপতি তরফদার রুহুল আমিন বলেন, টুর্নামেন্টের ভেন্যু, খেলোয়ারদের বাসস্থানসহ সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সাতটি দল নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে দেশের তিনটি দল- বসুন্ধরা কিংস,
ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনী। বাকি তিনটি দল কোলকাতার।
তিনি আরও জানান, স্টেডিয়ামের গ্যালারি, ফুটবল উপযোগী মাঠ, আন্তর্জাতিক মানসম্পন্ন মিডিয়া রুমসহ বিভিন্ন প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে।
‘এ টুর্নামেন্টেরর মাধ্যমে ফুটবলের অতীত ঐতিহ্য ফিরে আসবে, সেই সঙ্গে ফুটবলের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মো. আলমগীর, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহবুদ্দিন শামীম।
আগামী ১৯ অক্টোবর চট্টগ্রামে শেখ কামাল আর্ন্তজাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে বলে জানিয়েছেন টুর্নামেন্টের সদস্য সচিব মহসিন চৌধুরী।