Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উখিয়ায় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা


২৬ সেপ্টেম্বর ২০১৯ ১১:০৭ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার রত্মাপালং ইউনিয়নের পূর্ব রত্নাপালং গ্রামে একই পরিবারের চার জনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখী বড়ুয়া, সখী বড়ুয়ার পুত্রবধু ও দুই নাতনি।

উখিয়া থানার ওসি আবুল মনসুর সারাবাংলাকে জানান, পুলিশ খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই বাড়ি থেকে মৃতদেহগুলো উদ্ধার করেন। এছাড়া গতকাল রাতে কোনো এক সময় তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তিনি।

মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে উল্লেখ করে তিনি আরও জানান, পুলিশ হত্যাকাণ্ডের কারণ বের করার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

গ্রামবাসী জানিয়েছে, বাড়িটি প্রয়াত প্রবীণ বড়ুয়ার। তার ছেলে লোকেন বড়ুয়া বর্তমানে দুবাই প্রবাসী। হত্যার শিকার হয়েছে লোকেনের মা, স্ত্রী ও তার দুই সন্তান।

উখিয়া কক্সবাজার হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর