Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসায় ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা


২৬ সেপ্টেম্বর ২০১৯ ১১:২৩ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুর: গাজীপুর মহানগরীর পূবাইলের বসুগাঁও এলাকায় নিজ বাড়িতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতেরা হলেন বসুগাঁও এলাকার তারা মিয়ার ছেলে আবুল কালাম ও তার স্ত্রী পুতুল।

পূবাইল থানার ওসি নাজমুল হক জানান, আবুল কালাম তার স্ত্রীকে নিয়ে বসুগাঁও এলাকার জি এম টেক্সটাইলের পেছনে বাসায় থাকতেন। গত রাতে দুর্বৃত্তরা আবুল কালাম ও তার স্ত্রীকে নিজ কক্ষে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ওই দম্পতির মৃত্যু হয়। ভোরে এলাকাবাসী হত্যাকাণ্ডের বিষয়টি পের পেয়ে থানায় খবর দেয়।

বিজ্ঞাপন

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ওই দম্পতির দুই বছরের এক ছেলে সন্তান রয়েছে।

ওসি আরও জানান, কী কারণে এবং কারা এই জোড়া খুন করেছে পুলিশ তা তদন্ত করে দেখছে। আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুপিয়ে হত্যা গাজীপুর টপ নিউজ স্বামী-স্ত্রীকে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর