সংগ্রাম শুরুর আহ্বানে চবি ছাত্র ইউনিয়নের সম্মেলন শুরু
২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০৬
চট্টগ্রাম ব্যুরো: ‘পূর্ণাঙ্গ আবাসন-পরিবহন সুবিধা ও গবেষণাবান্ধব মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাস চাই’— এই স্লোগানে ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের দুই দিনের সম্মেলন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় জারুতলায় সম্মেলনের উদ্বোধন করেন ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স। তিনি লোভ আর ভয়ের রাজত্ব থেকে মুক্তি পেতে ছাত্রছাত্রীদের সংগ্রাম শুরুর আহ্বান জানিয়েছেন।
প্রিন্স বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একসময় একাত্তরের ঘাতকদের দখলে ছিল। আমরা আন্দোলন-সংগ্রাম করে স্বৈরাচার এরশাদকে বিদায় করেছিলাম, কিন্তু এই ক্যাম্পাস থেকে সেদিন ঘাতক-রাজাকারদের বিতাড়িত করতে পারিনি। এখন রাজাকাররা ক্যাম্পাসে নেই। কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের মনে ভয়ের সংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হয়েছে। দেশের মানুষের মধ্যে একদিকে লোভ, আরেকদিকে ভয়ের রাজত্ব। শিক্ষক থেকে কর্মচারী, রিকশাওয়ালা থেকে ক্ষমতাসীন উপরওয়ালা- সবার মধ্যেই এই রাজত্ব। কিন্তু এই রাজত্বের জন্য বাংলাদেশ স্বাধীন করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমরা অনেকদিন ধরে বলে আসছি দেশে ঘুষ, দুর্নীতি, লুটপাট মাত্রা ছাড়িয়ে গেছে। ঢাকার মতিঝিলে প্রথম ক্যাসিনো আবিস্কার হল। এখন শুনছি ঘরে ঘরে নাকি ক্যাসিনো। চট্টগ্রামের একজন আওয়ামী লীগ নেতা, যিনি আবার হুইপও, তিনি নাকি জুয়া থেকে ১৮০ কোটি টাকা পেয়েছেন। একজন পুলিশ কর্মকর্তা সেটা ফেসবুকে বলে দেওয়ায় ওনার চাকরিটা চলে গেল।’
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হওয়ার কথা ছিল উচ্চশিক্ষা। আর উচ্চ শিক্ষা মানে হল গবেষণা। ৭৩’র বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ বোধহয় শিক্ষকরা পড়েও দেখেন না। কেননা সেখানে বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ আবাসিক ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে। অন্যদিকে গত কয়েক দশক আগে শাটলে যে পরিমাণ বগি ছিল, সেটি আর বাড়ানো হয়নি। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হচ্ছে জ্ঞান তৈরি আর হাজার বছরের অর্জিত জ্ঞান ছাত্রদের মাঝে বিতরণ করা।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক গৌরচাঁদ ঠাকুর অপুর সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন সভাপতি ধীষণ প্রদীপ চাকমা। এছাড়াও বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ফয়েজ উল্লাহ, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অভিজিৎ বড়ুয়া, কোষাধ্যক্ষ জয় রায় ও সদস্য আতিক রিয়াদ, চট্টগ্রাম জেলা সংসদ সভাপতি এ্যানি সেন, সাধারণ সম্পাদক শোভন দাশ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক মাহবুবা জাহান রুমি।
সম্মেলনের শেষদিনে শুক্রবার কাউন্সিল হবে।