Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে কৃষক হত্যায় ৭ জনের যাবজ্জীবন


২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: কিশোরগঞ্জের অষ্টগ্রামের কৃষক আব্বাস আলী হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম মামলার ছয় আসামির উপস্থিতিতে এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— শেখেরহাটি গ্রামের মংগু মিয়া, দুলু মিয়া, মঞ্জু মিয়া, জংগু মিয়া, এনায়েত, কাজল ও কাকন। আসামিদের মধ্যে মঞ্জু মিয়া পলাতক রয়েছেন। তাছাড়া মামলা চলাকালে দুজন আসামি মারা যায়। আসামিরা পরস্পরের আত্মীয়স্বজন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার শেখেরহাটি গ্রামে ২০০৫ সালের ২৩ জুলাই সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে আব্বাস আলীকে হত্যা করে।

বিজ্ঞাপন

এ ঘটনায় ওইদিনেই নিহত আব্বাসের স্ত্রীর বড়ভাই মিরু মিয়া বাদী হয়ে নয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এরপর অষ্টগ্রাম থানা পুলিশ ২০০৫ সালের ১৯ আগস্ট আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

সারাবাংলা/একে

কিশোরগঞ্জ যাবজ্জীবন হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর