ভারত থেকে পেঁয়াজ আনতে ছুটির দিনেও খোলা থাকবে হিলি স্থলবন্দর
২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২৫
হিলি: দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও চালু থাকবে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজস্ব কর্মকর্তা বলেন, ‘আগামীকাল শুক্রবার ছুটির দিনেও আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক থাকবে। ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে আগামীকাল শুক্রবার বন্দরের সক কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
এর আগে, গতকাল বুধবার বিকালে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন স্বাক্ষরিত এক চিঠিতে হিলি কাস্টমসের কাছে বন্দর খোলা রাখার আবেদন জানান।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের কাস্টমস ও বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট সারাবাংলাকে বলেন, ‘পূজা উপলক্ষে আগামী ২ থেকে ১১ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন বন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতীয় রফতানিকারকরা। এ সময় টানা ১০ দিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। এছাড়া পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে ওঠায় দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে ও পূজার আগে ভারতে আটকে থাকা আমদানি করা পণ্যবাহী ট্রাক দেশে ঢুকতে আগামীকাল শুক্রবার বন্দর খোলা রাখার আবেদন করা হয়েছিল। হিলি স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ ব্যবসায়ীদের এ আবেদন মঞ্জুর করেছে।’