ডেঙ্গু আক্রান্ত অবস্থায় মস্তিষ্কের রক্তক্ষরণে গৃহবধূর মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৪৫
চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণে এক রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, ডেঙ্গু রোগ থেকে প্রায় সুস্থ হলেও ব্রেইন স্ট্রোক করায় এই রোগীকে বাঁচানো সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের ডেঙ্গু ব্লকে ওই রোগীর মৃত্যু হয়।
মৃত রোজিনা বেগম (২৮) চট্টগ্রাম নগরীর কর্নেলহাট এলাকার বিশ্বকলোনির দর্জি মাইন উদ্দিন স্বপনের স্ত্রী। তাদের সাত বছরের একটি মেয়ে ও এক বছরের একটি ছেলে আছে।
চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ইমন দাশ সারাবাংলাকে জানান, ডেঙ্গু আক্রান্ত অবস্থায় বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে রোজিনাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থা ভালো ছিল। রক্তচাপও ভালো ছিল। কিন্তু বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করে ওই রোগী ব্রেইন স্ট্রোক করেন। মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।