Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে ডিবির সাথে বন্দুক যুদ্ধে ১৫ মামলার আসামির মৃত্যু


২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৪৮

ময়মনসিংহে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আব্দুল করিম (৪৫) নামে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত করিম মাদকব্যবসায়ী।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ সারাবাংলা কে জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা এলাকার একটি রাইস মিলের কাছে কিছু মাদকব্যবসায়ী মাদক কেনা বেচা করছিল বলে খবর আসে। এ সংবাদের ভিত্তিতে অভিযানে যায় ডিবি পুলিশের দু’টি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে মাদকব্যবসায়ীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে, কিছু সময় গুলি বিনিময়ের পর মাদকব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় গুলিবিদ্ধ অবস্থায় আব্দুল করিম নামে একজনকে আটক করে পুলিশ।

পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, এক রাউন্ড গুলি ও ২শ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশের এক সদস্য আহত হয়েছে।

নিহত করিমের বিরুদ্ধে মাদক, চুরি ও ছিনতাইসহ মোট ১৫টি মামলা রয়েছে। তার বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নলচাপাড়া এলাকায়।

টপ নিউজ পুলিশের সাথে বন্দুকযুদ্ধ ময়মনসিংহে বন্দুকযুদ্ধ মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ীর মৃত্যু


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর