Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির নেতা দুদু’র বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রদ্রোহীতার মামলা


২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৫:২৫

টেলিভিশন টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে ঠাকুরগাঁও আদালতে রাষ্ট্রদ্রোহের নালিশি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নালিশি মামলাটি দায়ের করেছেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো । ঠাকুরগাঁও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন তিনি । এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম গোলাম ফারুক রুবেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার প্রমুখ।

বাদীর আইনজীবী মোস্তাক আলম টুলু বলেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে দন্ডবিধির ১২৪ (ক) ধারায় এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দন্ডবিধির ৫০৬ (২) ধারায় নালিশি মামলা দায়ের করা হয়েছে।

মামলার আরজিতে বলা হয়েছে, গত ১৬ সেপ্টেম্বর ডিবিসি টেলিভিশনের ‘রাজকাহন’ অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু উত্তেজিত হয়ে বলেন, ‘শেখ মুজিব যেভাবে বিদায় হয়েছেন, শেখ হাসিনাও সেভাবে বিদায় হবেন।’ তার এ বক্তব্য শোনেন ঠাকুরগাঁও শহরের শান্তি নগর মহল্লার জমিরুল ইসলাম, ছিট চিলারং এর নজরুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমির দত্ত, যুব লীগের নেতা জাকারিয়া প্রামানিক ও বিশাল রহমান।

মামলার বাদি অরনাংশু দত্ত টিটো বলেন, শামসুজ্জামান দুদুর এই বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হয়েছে, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করছেন। দুদু সেটা উত্তেজনাবশত প্রকাশ করে দিয়েছেন।

ঠাকুরগাঁও বিএনপির নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রদ্রোহীতার মামলা শামসুজ্জামান দুদু


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর