Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চ্যাম্পিয়ন অব স্কিলস ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ পেলেন প্রধানমন্ত্রী


২৭ সেপ্টেম্বর ২০১৯ ১১:০৫

জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন অব স্কিলস ডেভেলপমেন্ট ফর ইয়ুথ পুরস্কারে ভূষিত করা হয়েছে। ইউনিসেফ আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এক সন্ধ্যা’ অনুষ্ঠানে এই পুরস্কার হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় এই পুরস্কার দেওয়া হয়।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিশু ও নারীর জন্য নিরাপদ দেশ গড়তে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের জনগণ এবং বিশ্বের সব শিশুকে এই পুরস্কার উৎসর্গ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

এই আয়োজনে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর মধ্যে শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। এছাড়াও এ সময় ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে চলচ্চিত্র ও ক্রীড়া জগতের তারকারাও উপস্থিত ছিলেন।

চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর