Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ


২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। তার বয়স ১০ বছর। এই ঘটনায় গ্রাম ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত আহম্মদ আলী (২৫)। তবে ধর্ষণের অভিযোগে এখনো কোনো মামলা দায়ের হয়নি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলায় ধর্ষণের ঘটনাটি ঘটে। ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়ার কথা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক শামীম কবির।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সী জানান, আহম্মদ আলী মুরগি ধরে দেয়ার কথা বলে মাঠের একটি স্যালোমেশিনের ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণের কথা কাউকে না বলার জন্য মেয়েটিকে ভয় দেখান ধর্ষক আহম্মদ আলী। মেয়েটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি জানাজানি হয়ে যায়। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। এখনো মামলা হয়নি।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক শামীম কবির ওই হাসপাতালের জ্যেষ্ঠ গাইনী কনসালটেন্ট চিকিৎসক আকলিমা খাতুনের বরাত দিয়ে জানান, প্রাথমিক পরীক্ষায় মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে এমন আলামত পাওয়া গেছে।

চুয়াডাঙ্গা ধর্ষণের অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর