Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্যটন শিল্পের সমন্বিত উন্নয়নে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী


২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২৬

ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, পর্যটন শিল্পের সমন্বিত উন্নয়নে সরকার কাজ করছে। পর্যটন এলাকায় পরিবেশের ভারসাম্য বজায় রেখে সুবিধা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সকালে মানিক মিয়া এভিনিউতে আয়োজিত র‌্যালি শেষে মাতৃভাষা ইনস্টিটিউটে আলোচনা সভায় যোগ দেন প্রতিমন্ত্রী। সেখানেই তিনি এসব কথা জানান।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘পর্যটন শিল্পের সম্ভাবনা কাজে লাগানোর জন্য সরকারের পদক্ষেপ থেমে নেই। আর পর্যটন কেন্দ্রের পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে সকলকে মনোযোগী হতে হবে।’ এসময় এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বাড়ানো হবে বলেও জানান তিনি।

‘ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে’ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালন করা হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয় পর্যটন দিবসের সাইকেল শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এর আয়োজন করে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ। এতে ট্যুরিস্ট পুলিশও অংশ নেয়।

র‌্যালিটি রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে ফার্মগেট-কাওরান বাজার-হাতিরঝিল-মগবাজার হয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসে শেষ হয়।

এছাড়া পর্যটন দিবস উপলক্ষে এবছর পর্যটন বিচিত্রার আয়োজনে দেশের অংশগ্রহণে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এশিয়ান ট্যুরিজম ফেয়ারের আয়োজন করা হয়েছে। যা ২৬, ২৭ ও ২৮ সেপ্টেম্বর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এই পর্যটন মেলার প্রধান স্পন্সর বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশন।

পর্যটন পর্যটন শিল্প সরকার

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর