Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেল সুপারের রুমে খালেদা জিয়াকে রাখা হয়েছে : কাদের


১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:০১

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা : কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জেল সুপারের রুমে থাকছেন বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে নিজ দফতরের সম্মেলন কক্ষে রোববার ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

খালেদা জিয়ার কারাবাস প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘আমি যতটুকু জানি কারাগারে জেল সুপারের একটি রুমকে মেরামত করে খালেদা জিয়াকে রাখা হয়েছে। ওই রুমটাকে আমি দেখেছি এবং বসেছি। ওয়ান ইলেভেনের সময় তারেক জিয়া, আমিসহ অনেকেই রুমটাকে বসেছি। এখন সেই রুমটাকে মেরামত করে বেগম জিয়াকে আপাদত রাখা হয়েছে। আক্ষরিক অর্থে যেটা ডিভিশন বুঝায়, তা এখানে অনুপস্থিত আছে। হয়তো ডিভিশনটা তিনি পেয়েও যাবেন।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরাও জেলে ছিলাম। তবে বেগম জিয়া যেভাবে মর্যাদা এবং গুরুত্ব সহকারে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সেখানে রয়েছেন। তাকে কোন অমর্যাদা করা হচ্ছে না। তার খাওয়া দাওয়ার বিষয়টা তাকে জিজ্ঞাসা করে দেওয়া হচ্ছে।  তিনি যা চাচ্ছেন, সে অনুযায়ী দেওয়া হচ্ছে। ৬ মাস আগে এই জেলটা পরিত্যক্ত করা হয়েছে। ফলে এটা এখনো যথেষ্ট ভালো রয়েছে। বেগম জিয়াকে জেল সুপারের রুমটিকে রাখার মতো উপযুক্ত করেই রাখা হয়েছে। ডিভিশনের বিষয়টা আদালত কেন দিল না, আমি ঠিক জানি না। নিশ্চত আদালত এটা দেওয়ার জন্য বলবে। আমার মনে হয় ডিভিশনের চাইতে বেগম জিয়া খারাপ অবস্থানে নেই।’

‘জেলখানায় থাকার আমাদের অভিজ্ঞতা আছে। আমরা জানি, ডিভিশন পাইলে উনি এর চাইতে বেশি সুবিধা পাইবেন। তা আমার মনে হয় না।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘জেলতো জেলই, জেলখানায় যত আরাম আয়েশে থাকার চিন্তা করেন না কেন, জেল আরাম আয়েশের জায়গা না। তবে মোটামোটি কিছু প্রয়োজন রয়েছে। বেগম জিয়ার মর্যাদাবান ব্যক্তি। বাংলাদেশের একটা বড় দলের প্রধান, তিনি একাধিকবার প্রধানমন্ত্রী, সুতরাং তাকে অসম্মান করা বা মর্যাদা থেকে বঞ্চিত করা যাবে না।’

বিজ্ঞাপন

সেতুমন্ত্রী বলেন, ‘ওয়ান ইলেভেনের সময়, বেগম জিয়া এবং আমাদের নেত্রীও জেলে ছিলেন। তখন কিন্তু সাবজেলে এসি দেওয়া হয়নি। এটা তারা কেন দাবি করছেন, আমি ঠিক জানি না। আমার মনে হয় উনার কোন অসুবিধা হচ্ছে না। উনার মান মর্যাদা অনুযায়ী যতটুকু পাওয়ার কথা ততটুকু পাবেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জেলকোর্ট অনুযায়ী এবং আমি যতটুকু জানি কখনো ব্যক্তিগত কোন সাহায্যকারী, কাজের ছেলে কিংবা কাজের মেয়ে জেলা নেওয়া যায় না।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামির ফেরত আনার ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের ফেরত আনার উদ্যোগ নিয়েছে সরকার। তবে কাজটি অনেক কঠিন। এখনো আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব খুনিকে ফেরত আনতে পারিনি।’

সারাবাংলা/জিএস/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর