ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০
২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০৪
ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশে আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। এছাড়া আহত হয়েছেন আরও ১০০ জন। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আম্বুন শহরে ৬.৫ মাত্রার এই ভূমিকম্পের ঘটনা ঘটে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে ভূমিকম্পে প্রায় ১৫ হাজার মানুষ ঘর হারিয়েছেন। আম্বুনের ইসলামিক বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে সুনামির সম্ভাবনা না থাকলেও সমুদ্রতীরের বাসিন্দারা অপেক্ষাকৃত উঁচু এলাকায় আশ্রয় নিয়েছেন।
আম্বুনের প্রধান হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ায় তাবু টানিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়া হচ্ছে। চলছে উদ্ধার তৎপরতা।