ট্রাকে ১২০ বস্তা নিষিদ্ধ পলিথিন, চালক-হেলপারকে জরিমানা
২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৪৮
কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে নিষিদ্ধ পলিথিনবাহী একটি ট্রাক আটক করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে জরিমানা করা হয়েছে। ওই ট্রাক ও ট্রাকে থাকা পলিথিন জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে থেকে ট্রাকটি আটক করা হয়।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ জানায়, বিকেলে একটি ট্রাক ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মিয়াবাজার ফাঁড়ির অতিক্রমের সময় গাড়িটি থামানোর নির্দেশ দেয় পুলিশ। এসময় ট্রাকে তল্লাশি চালিয়ে ১২০ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা ও পরিবেশ অধিদফতর, কুমিল্লার উপপরিচালক কামরুজ্জামান সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালক ও হেলাপারকে ১০ হাজার টাকা জরিমানা করে ট্রাক ও পলিথিন জব্ধ করেন।
কামরুজ্জামান সরকার জানান, আটক নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদফতরে জমা রাখা হয়েছে। সেখান থেকে সমাজসেবা মন্ত্রণালয়ের অধীনে প্রতিবন্ধী দ্বারা পরিচালিত মুক্তি প্রকল্পে হস্তান্তর করা হবে।