Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোগী নয়, মুনাফার কথা ভাবছি: ওষুধ কোম্পানির সিইও


২৭ সেপ্টেম্বর ২০১৯ ২০:৪৯

বিছানায় পড়ে থাকা অসুস্থ রোগী নয় বরং কোম্পানির শেয়ার হোল্ডারদের কাছে দায়বদ্ধতার কথা জানিয়েছেন কানাডার ওষুধ কোম্পানি ভ্যালেন্ত ফার্মাসিউটিক্যালস এর সিইও জে মাইকেল পিয়ারসন। তার মতে, কোম্পানির শেয়ার হোল্ডারদের রক্ষা করা তার প্রাথমিক দায়িত্ব। এজন্য কোম্পানিটি যা করতে চায় তাই করতে পারে। খবর পলিটিকাল ডিগের।

জে মাইকেল পিয়ারসন বলেন, ওষুধের দাম পর্যাপ্ত বা সঠিক নয় বলে যদি কোম্পানি মনে করে এক্ষেত্রে কোম্পানির শেয়ার হোল্ডাররা যেভাবে ভাববে সেভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, কোম্পানি শেয়ার হোল্ডারদের কাছে দায়বদ্ধ। যারা ওষুধের ওপর নির্ভর করছে তাদের কাছে নয়।

বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, ভ্যালেন্ত অন্তত ৫৬টি ওষুধের দাম বাড়িয়েছে শতকরা ৬৬ ভাগ হারে। নতুন কিছু ওষুধ ও কোম্পানি অধিগ্রহণের ফলে কোম্পানিটি এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।

২০০৮ সালে পিয়ারসন কোম্পানির সিইও হওয়ার পর থেকে ১০০টি ওষুধের সত্ত্ব কিনে ভ্যালেন্ত। কোম্পানির স্টক প্রাইস বেড়েছে ১ হাজার ভাগেরও বেশি।

গত জুলাইয়ে টারিং ফার্মাসিউটিক্যালস এর সিইও মার্টিন শেকরেইল ওষুধের দাম ১৩.৫০ ডলার থেকে বাড়িয়ে ৭৫০ ডলার করে আমেরিকার সবচেয়ে ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয়েছিলেন।

ভ্যালেন্ত ফার্মাসিউটিক্যালস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর