পর্যটন দিবসে পেনিনসুলার ‘চারপাশ পরিচ্ছন্নকরণ’ কর্মসূচি
২৭ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪০
চট্টগ্রাম ব্যুরো: বিশ্ব পর্যটন দিবসে চট্টগ্রাম নগরীতে ‘চারপাশ পরিচ্ছন্নকরণ’ কর্মসূচি পালন করেছে অভিজাত হোটেল দি পেনিনসুলা চিটাগং কর্তৃপক্ষ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে নগরীর জিইসি মোড়ে পেনিনসুলা হোটেলের সামনে থেকে ওয়াসা মোড় পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
পেনিনসুলার সঙ্গে এই কার্যক্রমে অংশ নেয় আন্তর্জাতিকভাবে লিডিং গার্মেন্টস মানুফ্যাকচারার কোম্পানি মাস ইন্টিমেটস বিডি প্রাইভেট লিমিটেড।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচ্ছন্নতা কার্যক্রমের মূল লক্ষ্য ছিল পরিবেশ দূষণ রোধ এবং এর প্রভাব সম্পর্কে সমাজে সচেতনতা সৃষ্টি করা। সাম্প্রতিক ডেঙ্গু রোগে প্রাদুর্ভাব মোকাবিলায় চারপাশ পরিচ্ছন্ন রাখার পাশাপশি একটি সুন্দর ভবিষ্যতের প্রত্যয়ের কথাও উঠে এসেছে এই কর্মসূচিতে।
পেনিনসুলার চেয়ারম্যান মাহাবুব উর রহমান মহাব্যবস্থাপক মুশতাক লুহার এবং মাস ইন্টিমেট প্রাইভেট লিমিটেডের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আরওনা ওয়াজিরাথনেসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।