Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্ত-মারিয়ামে সৃজনশীল ডিজাইন প্রদর্শনী


২৭ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪৩ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: শান্ত-মারিয়াম ইউনির্ভাসিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে অনুষ্ঠিত হলো সৃজনশীল ডিজাইন নিয়ে প্রদর্শনী। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ছিল দুই দিনব্যাপী প্রদর্শনীর শেষ দিন।

এতে বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া বিভাগের ৩৪তম ব্যাচের শিক্ষার্থীদের করা সৃজনশীল লোগো ডিজাইন, প্যাকেট ডিজাইন, পোস্টার ডিজাইন, পেপার অ্যাড ডিজাইন, করপোরেট আইডেনটিটি স্থান পায়।

রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে বিভাগীয় ভবনে কম্পিউটার এপ্লিকেশন ইন গ্রাফিক ডিজাইন-২ কোর্সের অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী মফিজুর রহমান, রেজিস্ট্রার স্থপতি হোসনে আরা রহমান, প্রক্টর ড. গোলাম মোস্তফা, বিভাগের সমন্বয়ক শেখ সাহাবুদ্দিন আহমেদ, সব বিভাগের প্রধান এবং গ্রাফিক ডিজাইন বিভাগের সব শিক্ষক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

চিরাচরিত ক্লাসের ব্যস্ততার বাইরে সৃজনশীল বিভিন্ন ডিজাইন নিয়ে আয়োজিত এই প্রদর্শনীর তত্ত্বাবধায়নে ছিলেন কোর্স টিচার মো. সাইফুল ইসলাম।

শান্ত-মারিয়াম সৃজনশীল ডিজাইন প্রদর্শনী