Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেউ নির্বাচন থেকে বাদ গেলে কিছু করার নেই : আইনমন্ত্রী


১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৪০

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা :

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাজা ও আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণ প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করবে, সরকার এমন অবস্থানে নেই। তারপরও আইনিভাবে কেউ যদি নির্বাচন থেকে বাদ যায় সেক্ষেত্রে সরকারের কিছু করার থাকবে না।’

রোববার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে জেলা জজদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। এখানে হুমকি-ধমকি দিয়ে লাভ নেই। সরকার কারো হুমকিতে ভয় পায় না।

তিনি বলেন, খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে ‍উচ্চ আদালতের দুটি রায় রয়েছে। সে অনুযায়ি উচ্চ আদালত ও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আইন সম্পূর্ণ স্বাধীন। আইন আইনের মতো চলবে। অনর্থন হুমকি-ধামকিতে তা পরিবর্তন হবে না।

আদালতে বাংলা ভাষার ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, এটি হবে। তবে কোনো কিছু তাড়াহুড়ো করে করা ঠিক হবে না। এতে ভুল হতে পারে। কোনো কিছু ভুল করার চেয়ে সময় নিয়ে করা ভাল।

সারাবাংলা/ এমএস/এমএইচ/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর