নোয়াখালীতে আনসার উল্ল্যাহ বাংলার জঙ্গি সদস্য গ্রেফতার
২৮ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৩৯
নোয়াখালীর চাটখিল উপজেলার ঘাসিপুর গ্রামে বৃহস্পতিবার রাতে অ্যান্টিকাউন্টার টেরোরিজম ইউনিটের বিশেষ অভিযান চালায়। সেখান থেকে আনসার উল্ল্যাহ বাংলা টিমের দুই জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টিকাউন্টার টেরোরিজম ইউনিট।
নোয়াখালী থেকে মেহেদী হাসান জয়কে (২১) গ্রেফতার করে অ্যান্টিকাউন্টার টেরোরিজম ইউনিটে। আর এর আগে, ঢাকা থেকে মো: শাহজাহান (১৯) নামে আরও এক জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বই ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে অ্যান্টিকাউন্টার টেরোরিজম ইউনিট চাটখিল থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। শুক্রবার বিকালেই তাদেরকে আদালতে প্রেরণ করা হয় এবং বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।
এই অভিযান সম্পর্কে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, অ্যান্টিকাউন্টার টেরোরিজম ইউনিট মেহেদী হাসান জয় ও মো. শাহজাহানের গতিবিধি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছিল। বৃহস্পতিবার রাতে মেহেদী হাসান জয় নোয়াখোলা গ্রাম থেকে এবং এর আগে মো: শাহজাহানকে ঢাকা থেকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বই ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।
অ্যান্টিকাউন্টার টেরোরিজম ইউনিট আহসান উল্ল্যাহ বাংলা জঙ্গি সদস্য গ্রেফতার নোয়াখালী