Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারফিউ তুলে নিলে কাশ্মিরে রক্তগঙ্গা বইবে: ইমরান


২৮ সেপ্টেম্বর ২০১৯ ১০:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত-শাসিত কাশ্মিরের বিভিন্ন অঞ্চলে জারি থাকা বিদ্যমান কারফিউ তুলে নিলে সেখানে সহিংসতা শুরু ও রক্তগঙ্গা বইতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানান, সাধারণ কাশ্মিরিরা রাস্তায় বেরুলেই ভারতীয় সেনারা তাদের গুলি করে মারবে।

জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে বক্তৃতাকালে কাশ্মির প্রসঙ্গে এসব কথা বলেন ইমরান। সংবাদমাধ্যম ডয়েচে ভেলে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।

ইমরান বলেন, কাশ্মিরে ৯০ হাজার ভারতীয় সেনা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেটাকে বলছেন শান্তি-সমৃদ্ধির জন্য। যখন কারফিউ তুলে নেওয়া হবে, মানুষজন রাস্তায় হাঁটবে। সৈন্যরা তাদের গুলি করে হত্যা করবে।

বিজ্ঞাপন

‘নারী-শিশু অসুস্থদের পশুর মতো বন্দি করে রাখা হয়েছে…. কারফিউ তুলে নিলে সেখানে রক্তগঙ্গা বয়ে যাবে,’ বলেন ইমরান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী তার বক্তৃতায় সম্ভাব্য যুদ্ধ প্রসঙ্গেও কথা বলেন। ইমরানের মতে, যদি বিতর্কিত যুদ্ধ শুরু হয় দুদেশের মধ্যে তখন যেকোনো কিছুই ঘটতে পারবে।

অপেক্ষাকৃত ৭গুন ছোট দেশ পাকিস্তানকে যদি সিদ্ধান্ত নিতে হয়, আত্মসমর্পণ কিংবা স্বাধীনতা পর্যন্ত লড়ে যাওয়ার; সেই প্রেক্ষাপটে কতটা ভয়ংকর হবে তাও প্রশ্ন রাখেন ইমরান।

ইমরান খান কাশ্মির ইস্যু পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর