কঠোর নিরাপত্তায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন আফগানরা
২৮ সেপ্টেম্বর ২০১৯ ১১:০১
দুইবার পিছিয়েও আফগানিস্তানে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। দেশজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে হাজার হাজার সৈন্য। কারণ তালেবান যোদ্ধারা ভোটকেন্দ্রে হামলা চালাবে বলে হুমকি দিয়ে রেখেছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও চিফ এক্সিকিউটিভ আবদুল্লাহ আবদুল্লাহ। ২০১৪ সাল থেকে তারা ক্ষমতা ভাগাভাগি করে আসছেন।
স্বাধীন নির্বাচন কমিশনের মুখপাত্র জাবি সাদাত বলেন, সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সবাই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। যা দেখে আমরা আনন্দিত।
কোনো প্রার্থী যদি ৫০ শতাংশ ভোট না পান তাহলে ২য় দফায় ভোটগ্রহণ হবে নভেম্বরে। ভোটে কোনো ধরনের জালিয়াতি এড়াতে বায়োমেট্রিক ভোটিং সিস্টেম চালু করা হয়েছে। ভোটের ফলাফল ঘোষণা করতে আনুমানিক ৩ সপ্তাহ সময় লাগবে।