Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হঠাৎ যান্ত্রিক ত্রুটি, ইমরানকে বহনকারী বিমানের জরুরি অবতরণ


২৮ সেপ্টেম্বর ২০১৯ ১২:১০ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়া শেষে দেশে ফেরার পথে যান্ত্রিক ত্রুটির মুখে পড়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বহনকারী বিমানটি। কানাডার আকাশসীমায় থাকা অবস্থায় বিমানের ত্রুটি ধরা পড়লে এটি পুনরায় নিউইয়র্কে ফিরে যায় ও জরুরি অবতরণে বাধ্য হয়।

জিওটিভি অনলাইনে শনিবার (২৮ সেপ্টেম্বর) এতথ্য জানানো হয়েছে।

ইমরান খান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি নিরাপদে নিউইয়র্কে অবতরণ করেছে। রাতটি তারা নিউইয়র্কেই কাটাবেন। বিমানের ত্রুটি দূর হওয়ার পর পুনরায় তাদের পাকিস্তান ফেরার কথা রয়েছে। যদিও কখন তারা আবার পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন সে ব্যাপারে নিশ্চিত করে জানা যায়নি।

বিজ্ঞাপন

কারফিউ তুলে নিলে কাশ্মিরে রক্তগঙ্গা বইবে: ইমরান

জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে এক সপ্তাহ আগে ইমরান খান নিউইয়র্কে আসেন। কাশ্মির ও অন্যান্য ইস্যুতে তিনি বিশ্বনেতাদের কাছে জোরাল বার্তা পৌঁছে দিতে চেয়েছেন।

ইমরান খান জরুরি অবতরণ পাকিস্তানের প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর