Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পম্পেওর কাছে ইউক্রেন সম্পর্কিত তথ্যাদি চাইল হাউজের ৩ কমিটি


২৮ সেপ্টেম্বর ২০১৯ ১৩:২২

ইউক্রেনের সঙ্গে ট্রাম্প প্রশাসন যেসব চুক্তি করেছে সেসব বিষয়ে তথ্য চেয়ে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে চিঠি দিয়েছে মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদের তিন কমিটি। এর আগে দুবার তথ্য চেয়েও পাওয়া যায়নি উল্লেখ করে আগামী এক সপ্তাহের মধ্যে পম্পেওকে কাগজপত্র জমা দিতে বলেছেন হাউজের পররাষ্ট্র, গোয়েন্দা ও নজরদারি বিষয়ক কমিটির প্রধানরা।

এসব কমিটির প্রধানরা যথাক্রমে ইলিয়ট অ্যাঞ্জেল, অ্যাডাম শেফ ও এলিজা কামিংস চিঠিতে পম্পেওকে এই নির্দেশনা দেন বলে শনিবার (২৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়।

বিজ্ঞাপন

কেন এই তথ্য-তলব?

সম্প্রতি এক বেনামি সতর্ককারী মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটিকে লেখা চিঠিতে অভিযোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে ফেলে ইউক্রেনের প্রেসিডেন্টকে ভ্লাদিমির জেলেনস্কিকে ‘অনৈতিক’ প্রস্তাব দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ এ ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে বিপদে ফেলতে; পূর্বে তার ছেলের কোম্পানির বিরুদ্ধে ইউক্রেনে বন্ধ হওয়া একটি তদন্ত পুনরায় শুরুর কথা নিয়ে ফোনে আলোচনা করেন ট্রাম্প।

প্রসঙ্গত জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালে তার ছেলে হান্টার বাইডেন ও তার গ্যাস কোম্পানি বুরিসমাকে ঘিরে তদন্ত করার সময় বরখাস্ত হোন ইউক্রেনের প্রধান কৌঁসুলি সুরকিন। যদিও এই ঘটনার সঙ্গে জো বাইডেনের সম্পৃক্ততা প্রমাণিত হয়নি।

ট্রাম্প জেলেনস্কিকে ওই তদন্ত পুনরায় শুরু করা ও ইউক্রেনকে সামরিক সহায়তার প্রসঙ্গ তুলে চাপ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি মার্কিন গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে ওই বেনামি সতর্ককারী একজন সিআইএ গোয়েন্দা কর্মকর্তা। তবে পরিচয় প্রকাশিত হলে তার ক্ষতি হতে পারে।

বিজ্ঞাপন

এখন যা হচ্ছে

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ট্রাম্পের ফোনালাপের ট্রানস্ক্রিপ্ট চলতি সেপ্টেম্বরে ফাঁস হলে আলোচনার ঝড় ‍ওঠে। ডেমোক্রেটরা জানায়, তাদের নিয়ন্ত্রণে থাকা হাউজে তারা প্রেসিডেন্টের অভিশংসন প্রস্তাব তুলবে। তবে রিপাবলিকান পার্টি এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখেনি। সিনেটে নিয়ন্ত্রণে থাকায় প্রেসিডেন্টকে অভিশংসন করা ডেমোক্রেটদের পক্ষে সম্ভব হবে না বলেই ধারণা করা যায়।

ট্রাম্প-জেলেনস্কি ফোনালাপ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর