Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার পর বেশি ডেঙ্গু রোগী খুলনায়, সারাদেশে ২৪ ঘণ্টায় ভর্তি ৩৬০


২৮ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৪২

ঢাকা: সেপ্টেম্বরে কমতে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের হার। সামগ্রিকভাবে ডেঙ্গুর প্রকোপ কমলেও ঢাকার বাইরে খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এখনও বেশি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে ৩৬০ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী (১০৭ জন) ভর্তি হয়েছেন খুলনায়।

শনিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এসব তথ্য জানান। তিনি জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ বছর এখন পর্যন্ত ৮৭ হাজার ২৬৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ৮৫ হাজার ৩২৩ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার ৭০৯ জন রোগী।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এই ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ১০২ জন এবং ঢাকার বাইরে ২৫৮ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬২৯ জন রোগী। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৮০ জন।

এদিকে চলতি বছরে এখন পর্যন্ত সম্ভাব্য ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২৩১ জনের মৃত্যুর খবর পেয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর)। এর মধ্যে ডেঙ্গুতে মৃত্যু পর্যালোচনা কমিটি ১৩৬টি মৃত্যু পর্যালোচনা করেছে। তার মধ্যে ৮১ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ৩০ জন, এসএমসি ও মিটফোর্ড হাসপাতালে ৬ জন, ঢাকা শিশু হাসপাতালে ৪ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন ভর্তি হয়েছেন।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৭ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৩ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।

অন্যদিকে, ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৬ জন রোগী।

পাশাপাশি ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন ও খুলনা বিভাগে ১০৭ জন, রংপুর বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, বরিশাল বিভাগে ৩০ জন, সিলেট বিভাগে ১ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

কমছে ডেঙ্গু ডেঙ্গুর প্রকোপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর