Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাঁস হওয়া প্রশ্নপত্র কোনো কাজে লাগে না : পুলিশ


১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৫৯ | আপডেট: ২০ অক্টোবর ২০১৮ ১৭:৪৮

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা : এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সত্যতা পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তবে তা পরীক্ষার ৪০ মিনিট অথবা এক ঘণ্টা আগে ফাঁস হয়। যা শিক্ষার্থীদের কোনো কাজে লাগে না বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন।

তিনি বলেন, গতকাল দুপুরে ও রাতে যাত্রাবাড়ী ও শেরেবাংলা এলাকায় অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসে জড়িত তিন ভাই বরকত উল্লাহ, আহসান উল্লাহ ও আমান উল্লাহকে আটক করা হয়।

এছাড়া হাজারীবাগ ও কামরাঙ্গীর থানা এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়। এরা হলেন, রাহাত ইসলাম, সালাুউদ্দিন, মো. সুজন, জাহিদ হোসেন, সুফল রায় ওরফে শাওন, আল আমিন, সাইদুল ইসলাম, আবির ইসলাম নোমান, শাহদাত হোসেন স্বপন, ফাহিম ইসলাম ও তাহসিব রহমান।

সারাবাংলা/ইউজে/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর