Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনে সেলিম বাহিনীর দুই সদস্য আটক, অস্ত্র-গুলি জব্দ


২৮ সেপ্টেম্বর ২০১৯ ২০:২৭

সাতক্ষীরা: সুন্দরবনের শরণখোলা রেঞ্জ থেকে বনদস্যু সেলিম বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্টকার্ড সদস্যরা। এ সময় তাদের কাছে দু‘টি দোনলা বন্দুক, একটি একনলা বন্ধুক ও ২১ রাউন্ড গুলি পাওয়া যায়। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাতে সুন্দরবনের আমতলী খাল থেকে তাদের আটক করা হয়।

কৈখালী কোস্টকার্ড সদস্যরা জানান, সুন্দরবনে আমতলী খালে বনদস্যু সেলিম বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তারা গুলিবর্ষণ করে। কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সেলিম বাহিনী পিছু হটে। সেখান থেকে দুই বনদস্যুকে আটক করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, কোস্টগার্ডের হাতে আটক দুই বনদস্যুকে দুপুরে থানায় সোপর্দ করা হয়েছে। সেই সঙ্গে ডাকাতিতে ব্যবহৃত দু’টি দোনল বন্দুক, একটি একনলা বন্দুক ও ২১ রাউন্ড গুলি থানায় জমা নেওয়া হয়েছে।

বনদস্যু সুন্দরবন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর