Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাস রফতানির চুক্তি পিএসসি বাতিল চেয়ে মানববন্ধন


২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৩:০০

ঢাকা: উৎপাদন অংশীদারিত্ব চুক্তি পিএসসি-২০১৯ বাতিল চেয়ে বগুড়ায় মানববন্ধন করেছেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির বগুড়া শাখার নেতাকর্মীরা।

বগুড়ার সাতমাথায় শনিবার বেলা ১২টায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় কমিটির বগুড়া জেলার সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু, প্রবীণ রাজনীতিবিদ মাহফুজুল হক দুলু, গণসংহতি আন্দোলন বগুড়া জেলা নির্বাহী সমন্বয়ক আব্দুর রশীদ, সিপিবি জেলা নেতা সন্তোষ পাল, বাসদ (মার্কসবাদী) নেতা আমিনুল ইসলাম। সমাবেশ সঞ্চালনা করেন যুব ইউনিয়ন বগুড়া জেলা সাধারণ সম্পাদক শাহনেওয়াজ খান পাপ্পু।

সমাবেশে বক্তারা জানান, জনমত উপেক্ষা করে সরকার পিএসসি-২০১৯ অনুমোদন করেছে। সরকার মুষ্টিমেয় ব্যবসায়ীদের স্বার্থে গ্যাস সংকটের কথা বলে বেশি দামে এলএনজি আমদানি করছে। অন্যদিকে সমুদ্রের গ্যাস রফতানির সিদ্ধান্ত নিয়েছে বিদেশি কোম্পানি ও দেশীয় কমিশনভোগীদের স্বার্থে।

নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় আবিলম্বে পিএসসি চুক্তি বাতিল ও সুন্দরন বিনাশী সকল প্রকল্প বাতিল দাবি করেন।

গ্যাস গ্যাসের দাম বৃদ্ধি জাতীয় কমিটি পিএসসি বগুড়া


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর