Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে স্কুলের বারান্দায় ব্যবসায়ীর মরদেহ


২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৮:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি স্কুলের বারান্দা থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে খুন করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে লোহাগাড়া উপজেলার কলাউজান গ্রামের গৌরসুন্দর কিন্ডার ইনস্টিটিউট থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আবু সুফিয়ান (৩৭) কলাউজান গ্রামে শ্যামা মহাজন পাড়ার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।

ঘটনাস্থলে যাওয়া লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ রুদ্র সারাবাংলাকে বলেন, ‘সকালে গ্রামের লোকজন আবু সুফিয়ানের মৃতদেহ স্কুলের বারান্দায় পড়ে থাকতে দেখেন। তখন থানায় খবর দেওয়া হলে আমরা গিয়ে সেটি উদ্ধার করি। তার বাম গালে জখমের চিহ্ন আছে। এছাড়া শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন নেই।’

বিজ্ঞাপন

আবু সুফিয়ান বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা করতেন জানিয়ে এসআই বিকাশ বলেন, ‘পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি শনিবার দুপুরে বাড়ি থেকে বের হয়েছিলেন। প্রতিদিন গভীর রাতে তিনি বাড়ি ফিরলেও গতরাতে ফেরেননি। তাদের অভিযোগ, আবু সুফিয়ানকে খুন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’

ব্যবসায়ীর মরদেহ স্কুলের বারান্দা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর