Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাভোগ শেষে হস্তান্তর করা হলো ভারতীয় নাগরিককে


২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৩৭

চুয়াডাঙ্গা: অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশে একবছর কারাভোগ শেষে এক ভারতীয় নাগরিককে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে হস্তান্তর করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরের পর বিজিবি ভারতের বিএসএফের কাছে ওই নাগরিককে হস্তান্তর করে।

এ সময় উপস্থিত ছিলেন- বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার জামাল হোসেন, বিএসএফের গেদে কোম্পানি কমান্ডার এসি সন্তোষ কুমার ও ইমিগ্রেশন অফিসার এ কে ভাওয়াল।

বিজ্ঞাপন

ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান জানান, ২০১৮ সালে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে ভারতের ঝাঁড়খন্ড রাজ্যের নাগরিক খুদ্দু লহড়া (৩২)। এরপর বিজিবি তাকে আটক করে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করে দৌলতপুর থানা পুলিশে হস্তান্তর করে।

বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১ বছর কারাদণ্ডাদেশ দেয় আদালত। কুষ্টিয়া জেলা কারাগারে কারাভোগ শেষে তাকে ভারতের বিএসফের কাছে হস্তান্তর করা হয়। খুদ্দু লহড়া ভারতের ঝাঁড়খন্ড রাজ্যেরে রাঁচি জেলার গুড়ু থানার রাতু গ্রামের বাসিন্দা।

অবৈধ অনুপ্রবেশ ইমিগ্রেশন ভারতীয় নাগরিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর