Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায়কে রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছে বিএনপি: তাপস


১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:১২

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: খালেদা জিয়ার রায়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে বিএনপি বলে অভিযোগ করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার ফজলে নূর তাপস।

রোববার (১১ ফেব্রুয়ারি) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

এসময় তিনি বলেন, খালেদা জিয়ার ডিভিশন নিয়ে বিএনপি ধুম্রজাল সৃষ্টি করছে। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার যা প্রাপ্য তাকে তা-ই দেওয়া হয়েছে। তারপরও তারা এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি করার চেষ্টা করছে। ২০১৩-১৪ সালের মতো নৈরাজ্য সৃষ্টির করতেই তারা এসব করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাহারা খাতুন, আব্দুল বাসেত মজুমদার, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, আওয়ামী লীগের আইন সম্পাদক শ ম রেজাউল করিমসহ অনেকে।

গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতির অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দেয় বিশেষ জজ আদালত।

সারাবাংলা/এজেডকে/এমএইচ/এনএস

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর